সিলেট বিভাগে তিন মাস পর করোনায় মৃত্যুহীন দিন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে প্রায় তিন মাস পর গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। বিভাগে গত ১১ জুন করোনায় মৃত্যুহীন দিন পার হয়েছিল। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৩৭ জন।

বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৪৫ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৫৬। এর আগে গত বুধবার বিভাগে শনাক্তের হার চারের কোঠায় নেমে এসেছিল। বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৪ হাজার ১৩২ জনের। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২৪, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ১৩ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা শনাক্তের হার নিম্নমুখী। সেই সঙ্গে আইসোলেশন সেন্টারগুলোতেও কমেছে রোগীর চাপ। বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৬। এর মধ্যে ৮৮ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে।