সিলেটে অটোরিকশা চলাচল শুরু, দূরপাল্লার যান বন্ধ

সিলেটে ছয় দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বৈঠক করেন। ওই বৈঠক শেষে পরিষদের নেতারা কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

এদিকে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবিতে সিলেট বিভাগের চার জেলায় তৃতীয় দিনের মতো টানা পরিবহন ধর্মঘট চলছে। আজ বৃহস্পতিবারও সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বৃহত্তর সিলেট পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক সংগঠনের আহ্বানে গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে শ্রমিকেরা ধর্মঘট পালন করছেন। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এর আগে গত সোমবার সকাল ছয়টা থেকে সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে অটোরিকশায় বাধ্যতামূলক গ্রিল সংযোজন বন্ধসহ ছয় দফা দাবিতে দুই দিনের কর্মবিরতি শুরু হয়। পরে কর্মসূচি আরও এক দিন বাড়িয়ে বুধবার পর্যন্ত পালন করা হয়। বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। কর্মসূচি স্থগিত করায় বুধবার রাত ১০টার পর থেকে কিছু সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করে। আজ সকাল থেকে নগরে এবং জেলার বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে।

সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, দাবিগুলোর ব্যাপারে পুলিশ প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেছি।