সিলেটে করোনা শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়াল

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৯ জনের। এ নিয়ে বিভাগে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২১ হাজার ৩ জনের। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২ জন। সুস্থ হয়েছেন ১০৯ জন। এ নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৬ জন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়ার পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১০ জন আছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫১৫ জনের, সুনামগঞ্জে ২ হাজার ৭৪৯ জনের, হবিগঞ্জে ২ হাজার ৩৯৬ জনের ও মৌলভীবাজারের ২ হাজার ৩৪৩ জনের।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২ জন। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৩৬২ জন। বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮৯ জন, সুনামগঞ্জে ২৭, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ২৮ জন মারা গেছেন।

আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় সংক্রমিত ২২৭ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটে ২১৩ জন, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করে বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কয়েক দিন ধরে একই ধারবাহিকতায় আছে। তবে সংক্রমণ শনাক্তের পাশাপাশি সুস্থতার সংখ্যা বাড়ছে। সংক্রমণ রোধ করতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।