সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬৪ জন।

এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৭ জন।

আজ শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়ার প্রেরণ করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৭ জন ও হবিগঞ্জ জেলায় ১৭ জন রয়েছেন। বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫৭২ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৪৯ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪১৩ জন ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৩৪৩ জন।

একই দিনে বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৪৪ জন, হবিগঞ্জ জেলায় সুস্থ হয়েছেন ৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৪১ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬৫২ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৪০ জন এবং মৌলভীবাজার জেলায় ২ হাজার ২০১ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২ জন। তাঁরা দুজনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মারা গেছেন ৩৬৪ জন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৯১ জন মারা গেছেন, সুনামগঞ্জে মারা গেছেন ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারে মারা গেছেন ২৮ জন।

এদিকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ২১০ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটে ১৯৬ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসাধীন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এসব তথ্য নিশ্চিত করে করোনার সংক্রমণ রোধ করতে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক ব্যবহারসহ সরকারি বিধিনিষেধ মেনে চালার আহ্বান জানান।