সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
সিলেট বিভাগে (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় ৯৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক শূন্য ৪। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত করা হয়েছে ৫৪ হাজার ৬৪৫ জনের। এর আগে গতকাল ৭ মাস পর করোনা শনাক্তের হার ছিল সর্বনিম্ন ১ দশমিক ১৮।
আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১৫ জন। সুনামগঞ্জে ৭০ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত করা হয়নি। হবিগঞ্জ জেলায়ও ১১৫ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত করা হয়েছে। মৌলভীবাজার জেলায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬৪৫ । এর মধ্যে সিলেট জেলার ৩৩ হাজার ৬৬০, সুনামগঞ্জের ৬ হাজার ২৪০, হবিগঞ্জের ৬ হাজার ৬৩৪ ও মৌলভীবাজারের ৮ হাজার ১১১ জন বাসিন্দা রয়েছেন।
এ দিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৪০।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনা শনাক্তের হার নিম্নমুখী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৫১। এর মধ্যে ৪২ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ১ জন।