সিলেটে টিলা কাটার দায়ে আড়াই লাখ টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বাঘা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টা থেকে বেলা পৌনে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। গোলাপগঞ্জের বাঘা এলাকায় টিলা কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০–এর ৪ ধারায় নানু মিয়া নামের এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯–এর ৪১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে গোলাপগঞ্জ থানার পুলিশ।

এ বিষয়ে গোলাপগঞ্জের ইউএনও মো. গোলাম কবির বলেন, পরিবেশ রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।