সিলেটে ট্রাক পড়ে গেল নদীতে, নিহত ২

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় আজ রোববার একটি ট্রাক ধামরী নদীতে পড়ে যায়আনিস মাহমুদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধামরী নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন। আজ রোববার সকাল ছয়টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে স্বজনের আহাজারি। ছবিটি আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে তোলা
প্রথম আলো

জৈন্তাপুর থানার পুলিশ জানিয়েছে, সিলেট থেকে গোয়াইনঘাটের তামাবিলগামী একটি ট্রাক ধামরী ব্রিজে ওঠার পরপরই চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ধামরী নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকা পড়েন চালক জৈন্তাপুর উপজেলার বন্দরহাটি গ্রামের এবাদুর রহমান (২৭) ও তাঁর সহকারী গোয়াইনঘাট উপজেলার পশ্চিমপাড় গ্রামের রাসেল আহমদ (৩৫)। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। পরে তাঁদের উদ্ধার করা লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসা স্বজনের আহাজারি
প্রথম আলো

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক রাত জেগে ট্রাক চালিয়েছেন। সম্ভবত ঘুম চোখে ট্রাক চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।