সিলেটে দিনব্যাপী পিঠা-পার্বণ অনুষ্ঠিত

উৎসবে স্থান পায় হরেক রকমের পিঠা। পিঠার স্টলে ভিড় করেন দর্শনার্থীরা। আজ শুক্রবার সকালে নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে
ছবি: প্রথম আলো

সিলেটে আজ শুক্রবার দিনব্যাপী পিঠা-পার্বণ অনুষ্ঠিত হয়েছে। নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়াম-সংলগ্ন মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের উদ্যোগে ছিল শ্রুতি সিলেট।

সকালে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান। স্বাগত বক্তব্য দেন শ্রুতির সদস্যসচিব সুকান্ত গুপ্ত। উপস্থিত ছিলেন শ্রুতি সম্মাননাপ্রাপ্ত গুণীজন সালাউদ্দিন আহমেদ, ভারতীয় হাইকমিশনের সহকারী কমিশনার নিরাজ কুমার জশওয়ান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ।

পরে আলোচনা সভায় অংশ নেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম ও সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, রবীন্দ্রসংগীতশিল্পী অনিমেষ বিজয় চৌধুরী, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, ছন্দ নৃত্যালয়, নৃত্যশৈলী, নৃত্যরথ, অন্বেষা, নগরনাট, গীতাঞ্জলি, চারুবাক, শ্রুতি, সুরসপ্তক, দীপ্তর্ষী, সংগীত নিকেতন, অনির্বাণ, সুরের ভুবন, নৃত্যাঞ্জলী ও একদল ফিনিক্স উল্লেখযোগ্য।

উৎসবে হরেক রকমের পিঠা বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ শুক্রবার সকালে নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন দেওয়ান সাঈদুল হাসান, শামীমা চৌধুরী ও সুকান্ত গুপ্ত। একক সংগীত পরিবেশন করেন বাউল আবদুর রহমান, শিল্পী শ্যামল পাল, গৌতম চক্রবর্তী, প্রদীপ মল্লিক, পল্লবী দাশ, লিংকন দাশ প্রমুখ।
পিঠা-পার্বণ উৎসবে মোট ৩২টি স্টল অংশ নেয়। সেখানে শতাধিক রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।