সিলেটে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান

সিলেট নগরের বিভিন্ন বাসা-বাড়িতে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। আজ মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় পরিচালিত অভিযানে ১০টি বাসার অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তাক আহমদের নেতৃত্বে সিসিকের পানি সরবরাহ শাখার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী আলী আকবর, উপসহকারী প্রকৌশলী এনামুল হক তফাদার, উপসহকারী প্রকৌশলী সুনীল মজুমদার ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ অভিযান চলবে বলে জানিয়েছেন সিসিকের পানি শাখার কর্মকর্তারা।

সিটি করপোরেশনের জনসংযোগ শাখা জানায়, শুষ্ক মৌসুমকে সামনে রেখে পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর নজরদারি করে। প্রায় এক সপ্তাহের নজরদারিতে পানির অবৈধ সংযোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পর মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে প্রথম দফায় ২৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীতে যাঁরা সিটি করপোরেশনের সংযোগকৃত পানির লাইনে অবৈধভাবে মোটরের সংযোগ দিয়ে পানি উত্তোলন করে থাকেন কিংবা অবৈধভাবে সংযোগ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অবৈধ মোটরগুলো জব্দ করা হবে।