সিলেটে প্রথমবারের মতো হাফ ম্যারাথন শুক্রবার

সংবাদ সম্মেলনে হাফ ম্যারাথনের নানা বিষয় তুলে ধরেন আয়োজকেরা। বুধবার বিকেলে সিলেট নগরের কিনব্রিজ এলাকায়
প্রথম আলো

সিলেটে আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে হাফ ও মিনি ম্যারাথন। এতে এক হাজারের বেশি দৌড়বিদ অংশ নেবেন। শুক্রবার সকাল ছয়টার দিকে নগরের কিনব্রিজ এলাকা থেকে এই ম্যারাথন শুরু হবে।

বুধবার বিকেলে কিনব্রিজ এলাকায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে আয়োজক সংগঠন সিলেট রানার্স কমিউনিটি।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, তরুণদের সুস্বাস্থ্যের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জেলায় প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করা হচ্ছে। দুটি বিভাগের এ আয়োজনে ১৩ থেকে ৭০ বছর বয়সী দৌড়বিদেরা অংশ নেবেন। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ২১ দশমিক ১ কিলোমিটার। এতে অংশ নেবেন প্রায় ৪০০ জন। বাকিরা অংশ নেবেন ৭ দশমিক ৫ কিলোমিটারের মিনি ম্যারাথনে।

সংবাদ সম্মেলনে সিলেট রানার্স কমিউনিটির অ্যাডমিন আলী কামাল সুমন বলেন, ৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিযোগীরা নিবন্ধন করেন। কিনব্রিজ এলাকা থেকে ম্যারাথন শুরু হয়ে নগরের শেখঘাট, রিকাবীবাজার, নয়াসড়ক, শাহি ঈদগাহ, বড়বাজার, খাসদবির, বিমানবন্দর সড়ক হয়ে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হবে। সিলেটের ঐতিহ্যবাহী নাগরী লিপিকে প্রাধান্য দিয়ে জার্সি ও পুরস্কারে তা ব্যবহার করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাডমিন মনজুর আহমেদ, ইফতি সিদ্দিক, হাসান আহমদ, কামরুল ইসলাম, মডারেটর মো. সিজান প্রমুখ।