সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়াতে সংস্কৃতিকর্মীদের অনুরোধ

নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বন্যাকবলিত এলাকার মানুষজন। শুক্রবার দুপুরে তলিয়ে যাওয়া সিলেট-কোম্পানী-ভোলাগঞ্জ সড়কের বর্ণি এলাকায়
ফাইল ছবি

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বন্যার্তদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের রিকাবিবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের এক সভা থেকে এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী। সভা থেকে ‘কলের গাড়ি’ নাম দিয়ে বন্যার্তদের মধ্যে সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া বন্যা পরিস্থিতিতে সবাইকে জরুরি দ্রব্যসামগ্রী হাতের কাছে ও সংগ্রহে রাখার জন্য অনুরোধ করা হয়।

সভা থেকে স্থানীয় প্রশাসনের প্রতি তিনটি অনুরোধ জানানো হয়। সেগুলো হলো সার্বিক পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি নম্বর চালু, বন্যাকবলিতদের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সহনীয় পর্যায়ে ভাড়া গ্রহণ এবং বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা।

সংস্কৃতিকর্মীদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন নিরঞ্জন দে, শামসুল বাসিত শেরো, শামসুল আলম সেলিম, খোয়াজ রহিম সবুজ, নীলাঞ্জন দাশ টুকু, রজতকান্তি গুপ্ত, উজ্জ্বল দাশ, বিপ্লব শ্যাম পুরকায়স্থ, হুমায়ূন কবির জুয়েল, নাজমা পারভীন, গৌতম চৌধুরী, প্রলয় দে, অনিমেষ বিজয় চৌধুরী, সুপ্রিয় দেব শান্ত, এখলাস আহমদ প্রমুখ।