সিলেটে ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ
ছবি: সংগৃহীত

সিলেটে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক নোমান হাসনুর আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বুধবার বেলা ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন নোমান হাসনুর। এ সময় তাঁর পক্ষের আইনজীবী আদালতের কাছে তাঁর জামিনের জন্য আবেদন করেন। তবে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত পৌনে আটটার দিকে কর্মস্থল থেকে সিলেট নগরের কালেক্টরেট মসজিদের সামনে আসার পর সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে সিএনজিচালিত অটোরিকশাচালক ও শ্রমিকেরা মওদুদ আহমেদকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। তিনি অগ্রণী ব্যাংকের সিলেটের জৈন্তাপুরের হরিপুর গ্যাস ফিল্ড শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন বলেন, আসামি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছেন। পরে আমরা আসামির জামিন আবেদন করেছিলাম। কিন্তু আদালতের বিচারক তা নামঞ্জুর করেছেন।

গত রোববার বিকেলে সিলেটের কোতোয়ালি থানায় সিএনজিচালিত অটোরিকশাচালক নোমান হাসনুরের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা তিন–চারজনকে আসামি করে মামলা করেছিলেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদের ভাই ওয়াদুদ।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ‘শুনেছি মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। এর আগে আমরা তাঁকে গ্রেপ্তার করতে একাধিক অভিযান চালিয়েছিলাম। এ মামলায় অন্য আসামিদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’