সিলেটে মদ বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি

সিলেটে পাইকারি দরে মদ কিনে খুচরা বিক্রি করার অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে নগরের কালীঘাট রোডের ছড়ারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আকবর (৩৫)। তিনি কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার বলিয়ারদি দয়ারামপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেট নগরের ছড়ারপাড় এলাকার হাজি মো. মজলাই মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে নগরের কালীঘাট রোডের ছড়ারপাড় এলাকায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। এ সময় আকবরের কাছ থেকে পানির বোতলে থাকা ১৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ বলেন, নগরের কাষ্টঘর এলাকা থেকে পাইকারি দরে চোলাই মদ সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে খুচরা বিক্রি করতেন আকবর। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।