‌সিলেটে মাইক্রোবাস খাদে, তিনজনের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। ‌বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জ‌কিগঞ্জ সড়কের বারহাল এলাকার পশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জ‌কিগঞ্জের ছয়ঘ‌রি গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩২), গ‌ণিপুর গ্রামের মতু মিয়ার ছেলে সামেল মিয়া (৩০) ও দৌলতপুর গ্রামের মা‌নিক মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৫)। একই ঘটনায় আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ‌কিগঞ্জ থেকে ছয়জন যাত্রী ‌নিয়ে সিলেটের দিকে যা‌চ্ছিল মাইক্রোবাসটি। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট-জ‌কিগঞ্জ সড়কের বারহাল এলাকার পশ্চিম শাহবাগ ও পূর্ব বটরতলের মাঝামাঝি নিজগ্রাম এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক–সংলগ্ন খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পে‌য়ে জকিগঞ্জ থানার পু‌লিশ ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সিলেটের অতিরিক্ত পু‌লিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান ব‌লেন, পু‌লিশ তিনজনের লাশ ও আহত চারজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজে পাঠায়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নেওয়া‌ হয়েছে।