সিলেটে রেকি করে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

হাতকড়া
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের একাধিক সদস্য পালিয়ে যান।

গতকাল মঙ্গলবার রাতে বিয়ানীবাজারের খাসা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিয়ানীবাজারের মুড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে রেকি করে যান তাঁরা।

গ্রেপ্তার ডাকাতেরা হলেন মৌলভীবাজার কমলগঞ্জ কাটাবিল গ্রামের ইসলাম মিয়া (৩৪), বিয়ানীবাজারের বাঙ্গালহুদা গ্রামের হোসেন আহমদ (৩০) ও পশ্চিম নোয়াগ্রামের সাইরুল ইসলাম (৩৩)। তাঁদের কাছে থেকে একটি রিভলবার, দুটি ওয়ানশুটার গান, ১৪টি কার্তুজ, ৩টি রামদা, অত্যাধুনিক কাটারসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে পুলিশ। ইসলাম মিয়ার নামে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় সাতটি ও সাইরুল ইসলামের নামে একটি মামলা বিচারাধীন আছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ডাকাতেরা পেশাদার ডাকাত। মঙ্গলবার রাতে রেকি করে তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের অবস্থান শনাক্ত করে গতিবিধি নজরে রাখে পুলিশ। গ্রেপ্তারের পর ওই তিনজন পলাতকদের বিষয়ে তথ্য দিয়েছেন।

আজ বুধবার দুপুরে অস্ত্র ও ডাকাতির দুটি পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলায় শীত মৌসুমে ডাকাতদের আনাগোনা বেড়ে যায়। সম্প্রতি সিলেটের কিছু এলাকায় ডাকাতির ঘটনার পর ডাকাত দলের সদস্যদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছিল। প্রায় এক সপ্তাহ ধরে বিয়ানীবাজারে ডাকাতদের একটি দল অবস্থান করছে—এমন তথ্য পায় থানা-পুলিশ।