সিলেটে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসি একাডেমি

সরকারি এমসি একাডেমি দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি। রোববার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে
ছবি: প্রথম আলো

সিলেট জেলার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি এমসি একাডেমি দল। রোববার সকাল সোয়া ৯টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২–এ অনুষ্ঠিত ফাইনাল খেলায় সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়কে ১৩৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির আয়োজনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সিলেটের স্বনামধন্য স্কুলগুলো অংশ নেয়।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় দল। সরকারি এমসি একাডেমি দলের ব্যাটাররা ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে শান্ত। ঝুমন ৩৩ রানে অপরাজিত।

অপর দিকে সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় দল ২৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ ওভার ৩ বলে সব কটি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের হয়ে লিটন সর্বোচ্চ ৪৫ রান করে। তিনটি উইকেট নেয় দিদার আহমদ। সরকারি এমসি একাডেমির হয়ে শান্ত নেয় পাঁচ উইকেট। খেলায় ম্যাচসেরার পুরস্কার পায় এমসি একাডেমির খেলোয়াড় শান্ত।

খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইমরান আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, প্রাইম ব্যাংক লিমিটেডের হেড অব সিলেট ব্রাঞ্চ ও এভিপি মোহাম্মদ হানিফ, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী প্রমুখ।