সিলেটে হাসপাতালের কাছে এডিস মশা

ডেঙ্গু প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সিলেটে নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের মানববন্ধন। গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্ট এলাকায়।  ছবি: প্রথম আলো
ডেঙ্গু প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে সিলেটে নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের মানববন্ধন। গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্ট এলাকায়। ছবি: প্রথম আলো

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার পর এবার হাসপাতালসংলগ্ন একটি নার্সারির টবে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সিলেটের সিভিল সার্জনের পাঠানো প্রতিবেদনে এমন তথ্য রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

এর আগে গত শুক্রবার সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ সিলেট নগরের বিভিন্ন এলাকার মশার লার্ভা সংগ্রহ করে পরীক্ষায় কদমতলী এলাকায় গাড়ির টায়ার মেরামতের দোকান থেকে সংগ্রহ করা মশার লার্ভায় এডিস মশার উপস্থিতি রয়েছে বলে জানিয়েছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ৪০টি এলাকা থেকে মশার লার্ভা সংগ্রহ করে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ পরীক্ষা করেন। এতে সিলেটের দক্ষিণ সুরমার টায়ার মেরামতের দোকানে এবং নগরের দাড়িয়াপাড়া এলাকার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও আবু সিনা ছাত্রাবাসসংলগ্ন নার্সারির টবে এডিস মশার অস্তিত্ব পায়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সিভিল সার্জন কার্যালয় থেকে লিখিতভাবে এডিস মশার অস্তিত্ব শনাক্ত হওয়ার স্থান জানানো হয়েছে। সে সঙ্গে সিলেটের ৪০টি স্থানে পরীক্ষা করার তথ্যও পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় ৩৬ জনের একটি দলের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়েছে। এ সময় টায়ার–টিউবের দোকানগুলোতে স্প্রে মেশিন ও ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়। তিনি জানান, সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকার সিলেট নার্সারি নামের একটি নার্সারির টবে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে ওষুধ ছিটানো হবে। তিনি বলেন, ফগার মেশিন ৬০টি থাকলেও পর্যাপ্ত অভিজ্ঞ শ্রমিকের অভাবে সেগুলো পরিচালনা করা যাচ্ছে না। মেশিনগুলো অতিরিক্ত ভারী হওয়ায় শ্রমিকদের অনীহার আরও একটি কারণ বলে জানান তিনি। তারপরও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো শ্রমিকদের অতিরিক্ত প্রণোদনা দিয়ে হলেও কাজ করানো চেষ্টা করা হচ্ছে।

সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় জানান, সিলেটের বিভিন্ন এলাকা থেকে মশার লার্ভা সংগ্রহ করে এডিস মশার উপস্থিতি নির্ণয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে ঈদকে সামনে রেখে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং জনবহুল এলাকাগুলোতে মশার ওষুধ ছিটানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে সিলেট সিভিল সার্জন ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২১৭ জন। এর মধ্যে গতকাল নতুন করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন।