বিয়ানীবাজারে বিজিবি-বিএসএফের পাল্টাপাল্টি অবস্থান

সিলেট জেলার মানচিত্র
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্তে একটি মসজিদের পুনর্নির্মাণকাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নির্মাণকাজে বাধা দিয়ে বিএসএফ সীমান্তের শূন্য রেখায় বাংকার বসিয়ে অবস্থানও নেয়। এ অবস্থায় সীমান্তে পাল্টা অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাল্টাপাল্টি এ অবস্থানের পর আজ মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটায় পতাকা বৈঠকে বসেছে বিজিবি ও বিএসএফ।

বিজিবি ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় সীমান্তের ১৩৫৭ নম্বর পিলারের বাংলাদেশ অংশে প্রায় ২০০ বছরের প্রাচীন মসজিদের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় পুনর্নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় মসজিদের নির্মাণকাজে বাধা দিয়ে বিএসএফ তাদের সীমান্তবর্তী স্থানে বাংকার নির্মাণ করে গতকাল সোমবার রাতে অবস্থান নেয়। বিষয়টি আঁচ করতে পেরে গতকাল রাত থেকে আজ বিকেল পর্যন্ত বিজিবিও সীমান্তে পাল্টা অবস্থান নেয়। এ অবস্থায় আজ বেলা সাড়ে পাঁচটার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসে। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

আজ বেলা সাড়ে পাঁচটার দিকে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসে। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, মসজিদটি বাংলাদেশ অংশে নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে বিএসএফও অবগত আছে। এরপরও তারা নির্মাণে বাধা দেয়। তবে পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান হবে।