সীতাকুণ্ডে বিজিবি মোতায়েন, মন্দিরে নিরাপত্তা

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার রাত থেকে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।

এ বিষয়ে ইউএনও প্রথম আলোকে বলেন, কুমিল্লার অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সীতাকুণ্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে টহল দেবে। তারা মূলত পুলিশকে সহায়তা করবে। বড় কোনো অভিযানে যেতে হলে বিজিবি তাঁর (ইউএনও) সঙ্গে পরামর্শ করে তা করবে।

ইউএনও শাহাদাত হোসেন আরও বলেন, সীতাকুণ্ডের মানুষ অত্যন্ত অসাম্প্রদায়িক। এখানে সব সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। সে জন্য এ উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই। তবুও সতর্ক অবস্থানে আছে প্রশাসন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বুধবার থেকে মন্দিরগুলোর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। উপজেলার প্রতিটি মন্দির কমিটিকে তাদের স্বেচ্ছাসেবক দ্বিগুণ করার জন্য বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় মন্দিরগুলোর নিরাপত্তায় সম্পৃক্ত হতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা সর্বজনীন দুর্গামন্দিরে আসেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাউদ্দিন। তিনি বলেন, কুমিল্লার ঘটনার কারণে মন্দিরের অবস্থা দেখতে তিনি এখানে এসেছেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রূপম দত্ত প্রথম আলোকে বলেন, রাতে একাধিকবার পুলিশ এসেছে মন্দিরে। তারা বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়ে গেছে। বৃহস্পতিবার নবমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।