সীতাকুণ্ডে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত, শীতের ফসলের ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মেঘলা আকাশ
ফাইল ছবি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ১২ ঘণ্টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগার গতকাল সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃষ্টির এ পরিমাণ রেকর্ড করে। অসময়ের এমন বৃষ্টিতে উপজেলার শীতকালীন সবজি ও রোপা আমনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলার কৃষি বিভাগ।

সীতাকুণ্ড আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মাহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, তিন দিন ধরে পুরো উপজেলার আকাশ মেঘলা রয়েছে, ফলে সূর্যের কোনো দেখা মেলেনি। এরপর গত শনিবার বিকেল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এর মধ্যে গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে শীতকালীন সবজি আর রোপা আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকার কৃষক মো. আবদুল আলিম প্রথম আলোকে জানান, অসময়ের বৃষ্টিতে তাঁদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁর খেতে টমেটো ও শিমের ফুল আসতে শুরু করেছিল। তবে গেল তিন দিনের বৃষ্টিতে সব ফুল ঝরে যাচ্ছে। পাশাপাশি বীজতলায় লাগানো বিভিন্ন সবজির বীজও নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ফসলের খেতগুলোতে শিম, টমেটো, মিষ্টি আলু, ভুট্টা, ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াশসহ অন্যান্য সবজির চাষ হয়েছে। তবে এ বৃষ্টির কারণে ৭৫ হেক্টর রোপা আমন, ১০ হেক্টর বিভিন্ন জাতের শিম, ৫ হেক্টর খেসারি ডাল, ৪ হেক্টর বিভিন্ন জাতের সবজিসহ মোট ৯৪ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ প্রথম আলোকে জানান, বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াশ, বেগুন, ধনেপাতাসহ নতুন লাগানো সবজি নষ্ট হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়লে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। এদিকে যাঁরা রোপা আমনের ফসল কেটে এখনো মাঠে ফেলে রেখেছেন, তাঁদের দ্রুত ফসল ঘরে তুলতে হবে। অন্যথায় তাঁরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন।