সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় একজনের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের হরিপুর এলাকায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মজিবুর রহমান (৫২)। তিনি একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর এলাকায় মজিবুর রহমান ও মো. মোশারফের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলছিল। ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান। তবে মোশারফ বুধবার সকালে ওই জমিতে নির্মাণকাজের জন্য শ্রমিক দিয়ে কাজ শুরু করেন। বাধা দিতে যান মজিবুর রহমান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফের লোকজন মজিবুর রহমানকে ধাক্কা দিলে তিনি পাশের গর্তে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত মজিবুরের ভাই বুলবুল আহমেদ বাদী হয়ে মামলা করেছেন।