সুনামগঞ্জ পৌরসভা নির্বাচন: সড়কের মধ্যে মঞ্চ তৈরি করে আ.লীগের পথসভা

সুনামগঞ্জ পৌরসভার হুসেন বখত চত্বর এলাকায় সড়কের ওপর মঞ্চ তৈরি করে দলীয় মেয়র প্রার্থীর সমর্থনে জেলা আওয়ামী লীগের পথসভা। বুধবার সন্ধ্যায়।খলিল রহমান

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী নাদের বখতের নৌকা প্রতীকের সমর্থনে বুধবার সন্ধ্যায় শহরের একটি ব্যস্ততম সড়কের মধ্যে মঞ্চ তৈরি করে পথসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা আওয়ামী লীগ। শহরের হুসেন বখত চত্বর এলাকায় এই পথসভা হয়।
সরেজমিনে দেখা গেছে, শহরের হুসেন বখত চত্বর থেকে চারদিকে চারটি সড়ক গেছে। এর মধ্যে একটি সড়ক গেছে পূর্ব দিকে। ওই সড়ক দিয়ে সদর হাসপাতালসহ হাসননগর এলাকায় যাতায়াত করেন লোকজন। চত্বরের কাছেই পূর্বমুখী ওই সড়কের ওপর পথসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে দেওয়া হয়েছে চেয়ার। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান শুরুর পর ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এশার আজানের বিরতির পর শুরু হয় আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ। মঞ্চে সভাপতির সঙ্গে বসে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির। তিনি এই আয়োজনের মূল উদ্যোক্তা। মঞ্চের সামনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন। পথসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত সভায় যোগ দেননি। রাত সোয়া আটটায় সভা শেষ হয়।

পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫–এর ৭ ধারার খ অনুচ্ছেদে উল্লেখ আছে, ‘কোনো প্রার্থী জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে, এই রূপ কোনো সড়কে পথসভা করিতে পারিবেন না বা সভা করার উদ্দেশ্যে মঞ্চ তৈরি করিতে পারিবেন না।’
জেলা আওয়ামী লীগের এক নেতা বলেছেন, হুসেন বখত চত্বর এলাকার যে সড়কে পথসভার জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, তাতে মানুষের চলাচলের কোনো অসুবিধা হয়নি। চত্বর থেকে দক্ষিণ দিকে হাসপাতালে যাতায়াতের জন্য বিকল্প সড়ক আছে। বরং চত্বরে পথসভার আয়োজন করলে সমস্যা হতো বেশি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির বলেছেন, ‘১৬ জানুয়ারি সুনামগঞ্জের তিনটি পৌরসভায় নির্বাচন হবে। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিটি পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছি। সুনামগঞ্জ পৌরসভায়ও নৌকার পক্ষে সবাই কাজ করছেন।’ তিনি বলেন, পথসভা তো পথেই করতে হবে। মাঠে করলে সমাবেশ হয়ে যাবে। নির্বাচনী আচরণবিধি মেনেই এটা করা হয়েছে। সড়কের ওপর মঞ্চ তৈরি প্রসঙ্গে তিনি বলেন, এখানে চারটি সড়ক আছে। মানুষের চলাচলের কথা চিন্তা করে সবার সঙ্গে আলোচনার পর এই স্থান নির্ধারণ করা হয়েছিল। এতে যানবাহন কিংবা মানুষের চলাচলে কোনো সমস্যা হয়নি দাবি করেন তিনি।

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম বললেন, সড়কের ওপর মঞ্চ তৈরি করে কেউ পথসভা করতে পারবেন না। এটা করলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখবেন।
সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৪৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন রয়েছেন। এখানে মেয়র পদের তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত, বিএনপির প্রার্থী মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ। ১৬ জানুয়ারি এখানে ভোট গ্রহণ হবে।