সুনামগঞ্জে ট্রাকসহ বেইলি সেতু ধসে পড়ল খালে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের নৈনগাঁও এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকসহ বেইলি সেতু খালে ধসে পড়েছবি: প্রথম আলো

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার-ছাতক সড়কের একটি বেইলি সেতু শুক্রবার রাতে ধসে পড়েছে। অতিরিক্ত ওজনের পাথরবোঝাই ট্রাক সেতুতে উঠলে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দোয়ারাবাজার-ছাতক সড়কের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের পাশের নোয়াজের খালের ওপর একটি বেইলি সেতু রয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তিন টনের বেশি পণ্য নিয়ে যানবাহন না পারাপার করার জন্য সেতুর ওপর একটি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা কেউ মানছে না। এ কারণেই সেতুটি ভেঙে পড়েছে।

শুক্রবার রাত তিনটার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে একটি পাথরবোঝাই ট্রাক দোয়ারাবাজারে প্রবেশ করার সময় ওই সেতুতে ওঠার পর ট্রাকসহ সেতুটি খালে ভেঙে পড়ে। এরপর থেকে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন দোয়ারাবাজার ও ছাতক উপজেলার হাজারো মানুষ।

সেতুটি ভেঙে পড়ায় দোয়ারাবাজারের সঙ্গে ছাতকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো যানবাহন সরাসরি দোয়ারাবাজারে আসতে পারছে না।
মো. মাসুক আহমদ , সভাপতি, দোয়ারাবাজার উপজেলা পরিবহন চালক সমিতি

নৈনগাঁও গ্রামের বাসিন্দা মো. আশিক মিয়া বলেন, সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। যে ট্রাকটিসহ সেতুটি খালে ভেঙে পড়েছে, সেটিতে অন্তত ২০ টন পাথর ছিল। নিষেধ থাকা সত্ত্বেও সেতুর ওপর দিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে।

দোয়ারাবাজার উপজেলার পরিবহন চালক সমিতির সভাপতি মো. মাসুক আহমদ বলেন, সেতুটি ভেঙে পড়ায় দোয়ারাবাজারের সঙ্গে ছাতকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো যানবাহন সরাসরি দোয়ারাবাজারে আসতে পারছে না। এতে মানুষ ভোগান্তিতে পড়েছেন। সরাসরি যান চলাচল স্বাভাবিক হতে কত দিন লাগবে, সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

এ বিষয়ে সওজ সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, এই বেইলি সেতুটি দুর্বল ছিল। সেতুর দৈর্ঘ্য ১০০ মিটার। এর পাশে নতুন একটি সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু সংযোগ সড়কের কাজ বাকি। স্থানীয় সমস্যার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে।

উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম আরও বলেন, ‘এখন বেইলি সেতু ভেঙে পড়ায় আমরা চিন্তা করছি। তবে আমাদের হাতে এখন বেইলি সেতু মেরামত করার প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এগুলোর ব্যবস্থা করতে সময় লাগবে। যদি বেইলি সেতু পুনঃস্থাপন করতে হয়, তাহলে অন্তত ২০ দিন সময় লাগবে। আমরা চিন্তা করছি নতুন সেতুটির সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করা যায় কি না, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’