সুনামগঞ্জে নৌকা ডুবে যুবক নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদী থেকে লাকড়ি তুলতে গিয়ে নৌকাডুবিতে হাসিনুর মিয়া (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি তুলতে গেলে এই দুঘ৴টনা ঘটে। শেষ খবর পাওয়া পয৴ন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেলে একটি ছোট নৌকা নিয়ে নদীতে যান হাসিনুর। এ সময় হাসিনুরের সঙ্গে তাঁর দুই ছেলেও ছিল। লাকড়ি সংগ্রহের একপর্যায়ে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। নৌকাটি ডুবতে দেখে পাশে থাকা একটি পর্যটকবাহী নৌকার যাত্রীরা দুই শিশুকে উদ্ধার করেন। সে সময়ই হাসিনুর নিখোঁজ হন। উপজেলার বাদঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাসিন্দা হাসিনুর যাদুকাটা নদীতে বালু তোলার শ্রমিক হিসেবে কাজ করেন।

বাদঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মনির উদ্দিন জানান, ঘটনার সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। একই সঙ্গে উজান থেকে পাহাড়ি ঢল নামায় নদীতে প্রবল স্রোতও ছিল। যে কারণে নৌকার নিয়ন্ত্রণ না রাখতে পারায় সেটি ডুবে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজন হাসিনুরকে উদ্ধারে নামে।

নিখোঁজ যুবককে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ইতিমধ্যে নৌকা নিয়ে টহল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সঙ্গে উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছেন।’