গোসলে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের

মঙ্গলবার সকাল নয়টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। বেশ কিছু সময় পরও তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে খোঁজ করতে থাকেন। তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার তেতৈয়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এই দুই শিশু হলো তেতৈয়া গ্রামের পরাছ মিয়ার দুই মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। বেশ কিছু সময় পরও তারা ঘরে না ফেরায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে খোঁজ করতে থাকেন। পরে দুই বোনকে পুকুরের পানি থেকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার বলেন, গোসল করার সময় দুই বোন অসাবধানতাবশত পানিতে ডুবে গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

পরিবারের বরাত দিয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।