সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের বৈকারি এলাকায় এই ঘটনা ঘটে। আজ সোমবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

মারা যাওয়া মুজিবর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেরখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।

সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনারুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার অহিদুল মিস্ত্রির নৌকার শ্রমিক হিসেবে সুন্দরবনে জলাশয়ে মাছ ধরতে যান মুজিবর রহমান। গতকাল বিকেল চারটার দিকে বাঘের আক্রমণে তিনি মারা যান। আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর লাশ শ্যামনগরে আসেনি।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এম এ হাসান বলেন, কৈখালী স্টেশনের বৈকারি এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণে ওই জেলের মৃত্যু হয়েছে। তাঁর লাশ লোকালয়ে নিয়ে আসার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।