সুন্দরবনে মাছের পোনা ধরতে গিয়ে আটক ৫ জেলে

হাতকড়া।
প্রতীকী ছবি

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ভেতরে অবৈধভাবে বাগদা চিংড়ির পোনা ধরার সময় পাঁচ জেলেকে আটক করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের রাজাখালী খাল থেকে তাঁদের সরঞ্জামসহ আটক করা হয়।

আটক পাঁচজন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোশারফ গাজী, একই গ্রামের রফিকুল ইসলাম, কাদের শেখ, অমেদ আলী ও বৈশখালী গ্রামের ফজের আলী। কোবাদক স্টেশনে রাজাখালী খাল থেকে সরঞ্জামসহ তাঁদের আটক করা হয়।

স্মার্ট পেট্রল টিমের দলপতি কোবাদক বন স্টেশন কর্মকর্তা মো. নাসিরউদ্দীন বলেন, টহল দেওয়ার সময় তাঁরা জানতে পারেন, রাজাখালী খালে একদল জেলে চুরি করে বাগদা চিংড়ির পোনা ধরছেন। তখন তাঁরা ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি নৌকা, ড্রাম, দা, বইঠা, দুটি জাল, দড়িসহ দুই হাজার বাগদার পোনা। জব্দ পোনা তাৎক্ষণিক নদীতে অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম এ হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নদ-নদীতে সব ধরনের মাছের পোনা আহরণ নিষিদ্ধ আছে। এ অবস্থায় বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে ওই জেলেরা সুন্দরবনে ঢুকে অবৈধভাবে নদীতে মাছের পোনা ধরছিলেন। আটক জেলেদের বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।