সেতুর কাছে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ভোগাই নদ থেকে অবৈধভাবে বালু তোলার খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামে।
প্রথম আলো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভোগাই নদের নাকুগাঁও সেতুর কাছ থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামে ভোগাই নদের নাকুগাঁও সেতুর কাছে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নদ থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মাহফুজুল আলম কালাকুমা গ্রামে গিয়ে অবৈধ বালুর স্তূপ দেখতে পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালাকুমা গ্রামের বালু ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন। পরে জরিমানার টাকা দিয়ে নজরুল মুক্তি পান।
ইউএনও মাহফুজুল আলম বলেন, নাকুগাঁও সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে কেউ ভোগাই নদ থেকে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে অভিযান চলবে।