সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে আহত শ্রমিক সৈয়দ আবুল হোসেনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেক শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সিড্ডা ইউনিয়নের মধ্য সিড্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হতাহত তিন শ্রমিকের বাড়ি ওই গ্রামেই।

নিহত শ্রমিকেরা হলেন মো. তুহিন মীর (৩০) ও ইব্রাহীম ছৈয়াল (২২)। আহত শ্রমিকের নাম সৈয়দ আবুল হোসেন। তাঁকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডামুড্যা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য সিড্ডা গ্রামের আবদুল খালেক মীরের বাড়িতে একটি পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ওই ভবনের প্রধান রাজমিস্ত্রি ছিলেন তুহিন মীর। তাঁর সহযোগী শ্রমিক ছিলেন ইব্রাহীম ছৈয়াল ও সৈয়দ আবুল হোসেন। আজ বিকেলে তুহিন ওই দুই শ্রমিক নিয়ে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। বিকেল পাঁচটার দিকে ইব্রাহীম ট্যাংকে নামেন। তাঁর সাড়াশব্দ না পেয়ে তুহিনও ট্যাংকে নামেন। তাঁরও কোনো সাড়াশব্দ না পেয়ে আবুল হোসেন ওই দুজনের খোঁজ নিতে ট্যাংকে নামেন। ততক্ষণে বিপদ আঁচ করতে পেরে বাড়ির অন্য সদস্যরা আবুল হোসেনকে উদ্ধার করেন। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তুহিন ও ইব্রাহীমের মরদেহ উদ্ধার করে।

ট্যাংকের ভেতরে যে গ্যাস জমেছিল, তা তাঁরা বুঝতে পারেননি। তাঁরা ভেতরে প্রবেশ করলে ওই গ্যাসে তাঁদের শ্বাস বন্ধ হয়ে যায়।

সিড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাদি জিল্লুরের বাড়িও ওই গ্রামে। তিনি প্রথম আলোকে বলেন, সেপটিক ট্যাংকের ছাদের ঢালাই দেওয়া হয়েছিল মাসখানেক আগে। আজ সেখানে নির্মাণকাজে ব্যবহৃত কাঠ-বাঁশ পরিষ্কার করতে গিয়েছিলেন রাজমিস্ত্রি তুহিন ও দুই শ্রমিক। কিন্তু ট্যাংকের ভেতরে যে গ্যাস জমেছিল, তা তাঁরা বুঝতে পারেননি। তাঁরা ভেতরে প্রবেশ করলে ওই গ্যাসে তাঁদের শ্বাস বন্ধ হয়ে যায়। দুজনের মৃত্যু মর্মান্তিক।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, সেপটিক ট্যাংকে কাজ করতে যাওয়া তিন শ্রমিককে সন্ধ্যার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন তাঁদের স্বজনেরা। তাঁদের মধ্যে দুজন মৃত ছিল। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।