সেপটিক ট্যাংকে পড়ে মা, ছেলেসহ প্রাণ গেল তিনজনের

লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রভিটা হ্যাচারির সেপটিক ট্যাংকে পড়ে মা, ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহত তিনজন হলেন প্রভিটার প্রকৌশলী গোপালগঞ্জের সদর উপজেলার বেতগ্রামের সজল বাগচীর স্ত্রী মতি রানী (৩০), তাঁর ছেলে রহিদ বাগচী (৩) এবং স্থানীয় নির্মাণশ্রমিক মো. হৃদয় (২৫)।
পুলিশ ও হ্যাচারি সূত্র জানায়, প্রভিটা হ্যাচারির প্রকৌশলী সজল বাগচী পরিবার নিয়ে হ্যাচারির কোয়ার্টারে থাকেন। গতকাল বিকেল পাঁচটার দিকে তাঁর ছেলে রহিদ খেলা করতে গিয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। তার মা মতি রানী তাকে তুলতে ট্যাংকে নেমে যান। তাঁদের উঠতে না দেখে সেখানে হৃদয় তাঁদের উদ্ধার করতে নামেন। বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়। পরে রাতে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ এসে ওই তিনজনের লাশ উদ্ধার করে নিয়ে যায়।