সেবা ফাউন্ডেশনে নতুন অতিথির আগমন

এর আগে মেছো বিড়ালটি দুবারে চারটি বাচ্চার জন্ম দিয়েছিল
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে এসেছে নতুন অতিথি। আজ শুক্রবার ভোরে প্রতিষ্ঠানটির খাঁচায় থাকা একটি মেছো বিড়াল একটি বাচ্চার জন্ম দেয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, এর আগে এখানে থাকা অবস্থায় এই মেছো বিড়াল দুবারে চারটি বাচ্চার জন্ম দিয়েছিল। আজ ভোরে আবার একটি বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চা ও মা উভয়ই ভালো আছে।

আজ সকালে ফাউন্ডেশনে গিয়ে দেখা যায়, মায়ের পাশে বাচ্চাটি নড়াচড়া করছে। আর পরম মমতায় মা নতুন শিশুকে দুধ খাওয়াচ্ছে।

সজল দেব জানান, মেছো বিড়াল মেছো বাঘ, মেচি বিড়াল বা বাঘাইল্লা আবার দাশ বাঘ নামেও পরিচিত। এটি বাংলাদেশে দুর্লভ ও বিপন্ন। মেছো বিড়ালের ইংরেজি নাম ফিশিং ক্যাট। এদের দৈর্ঘ্য সাধারণত ৭০-৮৬ সেন্টিমিটার, লেজ ২৫-৩৩ সেন্টিমিটার ও উচ্চতা ৩৮-৪৭ সেন্টিমিটার হয়। ওজন ৭ থেকে ১৫ কেজি হয়ে থাকে। এরা নিশাচর ও একাকী শিকার করে। শামুক, কাঁকড়া, মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি মেছো বিড়ালের প্রধান খাদ্য। জঙ্গল, ঝোপঝাড় ও জলাভূমিতে সাধারণত মেছো বাঘের দেখা মেলে।