সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালে উদ্বোধনের পর অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. আহাদ আলী
প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যার সরকারি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্ল্যান্টের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের পরিচালক (স্বাস্থ্য) মো. আহাদ আলী। উদ্বোধন শেষে হাসপাতালের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শহীদুল্লাহ বলেন, কোভিডকালে স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রথম রংপুর বিভাগে কোনো জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হলো। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। হাসপাতালের ১০০টি শয্যায় প্ল্যান্ট থেকে সরাসরি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। ফলে কোভিডে আক্রান্ত রোগীরাও এখন থেকে সেবা পাবেন।