সৈয়দপুরে আমেরিকান ক্যাম্পে লাগা আগুনে ৫ বাড়ি ভস্মীভূত

অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর শহরে আটকে পড়া পাকিস্তানিদের একটি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিস্ত্রিপাড়া আমেরিকান ক্যাম্প নামের ওই ক্যাম্পটি সৈয়দপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত। আজ রোববার সকালে লাগা আগুনে ক্যাম্পের ৫টি বাড়ি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়ির চুলা থেকে আগুন ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে আশপাশের ৫টি বাড়ি ভস্মীভূত হয়। এলাকার লোকজন বালতিতে করে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন।

আমেরিকান ক্যাম্পের সভাপতি মো. গোলাম বলেন, আগুনে ক্যাম্পের বাসিন্দা মো. আরশাদ, ছোটা, শের আলী, শফিক ও রনির বাড়ি পুরোপুরি পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।

সৈয়দপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বলেন, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

এদিকে ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিদ্দিকুল আলম নামের এক ব্যক্তি। তিনি আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করবেন।

সিদ্দিকুল আলম বলেন, রাজনৈতিক উদ্দেশে নয় মানবিক কারণেই ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা দ্রুতই বাস্তবায়ন করা হবে।