সৈয়দপুরে ইউএস-বাংলা চালু করছে শাটল বাস সেবা

ইউএস–বাংলা এয়ারলাইনসের শাটল বাস
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পর এবার যাত্রীদের জন্য বিনা মূল্যে শাটল বাস সেবা চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ৩০ সেপ্টেম্বর এ সেবা চালু করার কথা।

উড়োজাহাজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর রুটে যাত্রীদের আনা-নেওয়া করতে এ পরিবহনসেবা চালু করছে।

ইউএস বাংলা সৈয়দপুর-ঢাকা আকাশপথে প্রতিদিন সাতটি ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের স্টেশন ইনচার্জ জাকির হোসেন বলেন, বিভিন্ন এলাকার যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দরে আসা-যাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েন। ব্যক্তিগত বা ভাড়া গাড়ির সহায়তা নিতে হয় তাঁদের। এতে বাড়তি খরচ ও ফ্লাইট সূচি মেনে চলতে কষ্ট হয়। এ কারণে যাত্রীদের জন্য আধুনিক ও সুপরিসর বাস সেবা চালু করা হচ্ছে।

ইউএস–বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ৩০ সেপ্টেম্বর সৈয়দপুর–চট্টগ্রামের মধ্যে আকাশপথে যোগাযোগ স্থাপন করা হবে। আর অক্টোবরে সৈয়দপুর-কক্সবাজার রুটে উড়োজাহাজ চলবে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ প্রথম শাটল বাস সেবা চালু করে।