সৈয়দপুরে এক পরিবারের ৩ জনের করোনা, সন্দেহ ভারতীয় ধরন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর শহরে পুরাতন বাবুপাড়ায় এক পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বাড়িতে লাল নিশান ও লকডাউন বোর্ড স্থাপন করে দেন। পরিবারটি করোনার ভারতীয় ধরন বহন করছে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু মো. আলেমুল বাশার বলেন, পুরাতন বাবুপাড়ার বাসিন্দা মো. আবু রায়হান (৩০) চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ২৩ এপ্রিল ঢাকায় আসেন তিনি। সেখানে অসুস্থবোধ করলে ২৭ এপ্রিল পরীক্ষা করার পর তাঁর করোনা শনাক্ত হয়। কিন্তু আইসোলেশনের সময় পার না করেই তিনি চলে আসেন নিজ শহর সৈয়দপুরে। পরে তাঁর স্ত্রী–সন্তানেরও করোনা পজিটিভ হয়। এ কারণে পরিবারটিকে ১৯ মে পর্যন্ত হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে বাড়িটি পূর্ণাঙ্গ লকডাউন করা হয়েছে।

সৈয়দপুরের ইউএনও মো. নাসিম আহমেদ বলেন, ‘যেহেতু ওই ব্যক্তি ভারত থেকে এসেছেন, সেহেতু আমরা বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছি।’

এদিকে স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, পরিবারটি করোনাভাইরাসের ভারতীয় ধরন বহন করছে কি না, এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।