সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে হাতাহাতিতে একজন নিহত

প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর শহরের উর্দুভাষী গোলাহাট ক্যাম্পে জুয়া খেলা নিয়ে হাতাহাতি-মারামারিতে সাহিদ আহমেদ (২৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহিদ স্থানীয় একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন। তিনি ক্যাম্পের মসজিদের মুয়াজ্জিন হাবিব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাটিতে দাগ টেনে সাহিদ আহমেদ প্রতিবেশী এক যুবকের সঙ্গে জুয়া খেলছিলেন। খেলার একসময় উভয়ের মধ্যে বচসা হয়। এতে দুজনের মধ্যে হাতাহাতি-মারামারি হলে সাহিদ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা অসুস্থ সাহিদকে তাৎক্ষণিক সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনাস্থল থেকে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।