সৈয়দপুরে ভোট বর্জনের ঘোষণা জাপার মেয়র প্রার্থীর

সৈয়দপুরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন
ছবি: প্রথম আলো

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম, কর্মীদের পিটিয়ে ভাগানো ও প্রশাসনের পক্ষপাতদুষ্টের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম। রোববার বেলা সোয়া ১১টার দিকে পৌর শহরে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সিদ্দিকুল আলম বলেন, ‘আমরা বিরোধী দলে আছি। সরকারের ভালো কাজে সহযোগিতা দিচ্ছি। অথচ এর ফলে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে আমাদের কর্মীদের নির্যাতন করা হচ্ছে। এ থেকে নারী কর্মীরাও বাদ যায়নি। ৪১টি ভোটকেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্ট ও কর্মীদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসন সরকারদলীয় কর্মীদের সহযোগিতা করেছে, তারা পক্ষপাতিত্ব করেছে। যদি একতরফা নির্বাচনই হবে, তাহলে কেন এই নির্বাচনী নাটক।’ এই নির্বাচনকে প্রহসন উল্লেখ করে পুনর্নির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুল আলমের স্ত্রী ইয়াছমিন আলম, জাপার কেন্দ্রীয় কমিটির সহছাত্রবিষয়ক সম্পাদক ফয়সাল দিদারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, অভিযোগ পেয়ে তিনি বিভিন্ন কেন্দ্রে গেছেন। কিন্তু বিশৃঙ্খলা দেখতে পাননি।

সৈয়দপুর পৌরসভা নির্বাচনে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে মেয়র পদে পাঁচজন প্রার্থীর মধ্যে একজন ভোট বর্জনের ঘোষণা দিলেন।