সোনাইমুড়ীতে দুবাইপ্রবাসীর বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পৌরসভা এলাকার এক প্রবাসীর বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জ্বর ও সর্দি থাকায় ওই প্রবাসীসহ তাঁর পরিবারের নয়জন সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রশাসন এসব পদক্ষেপ নেয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছে। ওই প্রবাসীর বাড়ি এবং বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই প্রবাসী গত ২২ মার্চ দুবাই থেকে দেশে ফেরেন। এরপর থেকে তিনিসহ পরিবারের সদস্যরা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। স্থানীয় লোকজনের মধ্যে পরিবারটির সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর গতকাল বেলা দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিনি ঘটনাস্থলে যান। তাঁরা সার্বিক দিক বিবেচনা করে বাড়িটি লকডাউনের সিদ্ধান্ত নেন এবং প্রবাসীর পরিবারের নয়জন সদস্যকে অ্যাম্বুলেন্সে করে এনে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় কোয়ারেন্টিনে রাখেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা হালকা জ্বর-সর্দিতে আক্রান্ত হলেও তাঁদের অবস্থা গুরুতর নয়।

সোনাইমুড়ীর ইউএনও টিনা পাল দুবাইপ্রবাসীর বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকাল বেলা দুইটার দিকে ওই প্রবাসীর বাড়ি লকডাউন করার সিদ্ধান্তের পর ওই বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।