সোনাগাজীতে তালিকাভুক্ত দুই ডাকাত গ্রেপ্তার

আকবর হোসেন ও সালা উদ্দিন (বাঁ থেকে)
ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া ও চর চান্দিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ওই দুই ব্যক্তি হলেন আকবর হোসেন (৪২) ও সালা উদ্দিন ওরফে মিয়াসাব (৪০)। পুলিশের দাবি, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও পেশাদার ডাকাত। আকবর হোসেন চর চান্দিয়া এলাকার আরফান আলীর ছেলে এবং সালা উদ্দিন দক্ষিণ চর চান্দিয়া এলাকার আকবর আলীর ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর কয়েক দিন আগে আকবর ও সালা উদ্দিন আবার এলাকায় আসেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুই দফা অভিযান চালায়। তবে তাঁরা গ্রেপ্তার এড়াতে স্থান পরিবর্তন করায় পুলিশের অভিযান সফল হয়নি। গতকাল রাতে কৌশল পরিবর্তন করে পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে চর চান্দিয়া এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরও ওই দুই ব্যক্তি নিজেদের পরিচয় গোপন করে ও ভাষা পরিবর্তন করে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আকবরের বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, চুরি, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৫টি মামলা আছে। সালা উদ্দিনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগে ১০টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হবে।