সোয়া পাঁচ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় ১ দশমিক ৩৬ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার পালিয়েছে পাচারকারীরা। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা ওই ক্রিস্টাল মেথ উদ্ধার করেন।
গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হ্নীলার সুইচ গেটের জেলেপাড়াসংলগ্ন নাফ নদী থেকে ক্রিস্টাল মেথের চালানটি উদ্ধার করা হয়। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ–২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, গতকাল রাতে উপজেলার হ্নীলার সুইচ গেটের জেলেপাড়াসংলগ্ন নাফ নদীর তীরবর্তী বেড়িবাঁধে নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুজন চোরা কারবারিকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।
এ সময় চোরা কারবারিরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে রাতের গভীর অন্ধকার এবং ঘন কুয়াশার সুযোগ নিয়ে দ্রুত সাঁতরে মিয়ানমারে জলসীমানা অতিক্রম করে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে ৫ কোটি ১৮ লাখ টাকার মূল্যমানের ১ দশমিক ৩৬ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, উদ্ধার করা মালিকবিহীন ক্রিস্টাল মেথ বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।