স্কুল-কলেজ খুলেছে, চট্টগ্রামের রাস্তায় ফিরেছে যানজট

পুরোদমে শুরু হয়েছে স্কুল-কলেজের কার্যক্রম। পুরোনো সেই ব্যস্ততা ফিরে এসেছে নগরের স্কুল-কলেজগুলোতে। চট্টগ্রাম নগরের জামালখান এলাকা
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনেই যানজটে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। নগরের ২ নম্বর গেট, আন্দরকিল্লা, জামালখান, জিইসি এলাকায় এ যানজট দেখা যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে ছিলেন যাত্রীরা।

ঈদের ছুটির পর আজ থেকে স্কুল-কলেজ খুলেছে। সকাল থেকেই সন্তানদের নিয়ে বিদ্যালয়ে ছুটতে হয়েছে অভিভাবকদের। তবে পথে যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে।

আজ সোমবার বেলা ১১টায় নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের গেটে দেখা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কজন অভিভাবক এদিক-ওদিক দাঁড়িয়ে আছেন।

পারভিন সুলতানা নামের এক অভিভাবক বলেন, ঈদে শহরের রাস্তায় যানজট ছিল না। এখন সবকিছু খোলা। তাই যানজট আবার ফিরে এসেছে।

সড়কে সৃষ্টি হচ্ছে যানজট আর প্রতিষ্ঠানের সামনে লেগে আছে শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়। চট্টগ্রাম নগরের জামালখান এলাকা
ছবি: সৌরভ দাশ

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহ. আরিফ উল হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানে নার্সারি থেকে কলেজ শাখা পর্যন্ত ক্লাস শুরু হয়েছে। উপস্থিতিও ভালো। প্রায় সব শিক্ষার্থীই ক্লাসে ফিরেছেন।

আজ সোমবার নগরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থী মাস্ক পরেছেন। বিদ্যালয়ের ভেতর স্বাস্থ্যবিধি মোটামুটি মানা হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের গেটের বাইরে বেশির ভাগ অভিভাবক ও শিক্ষার্থীদের মুখে মাস্ক ছিল না। ক্লাস শুরু ও ছুটির সময় জামালখানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সেন্ট মেরিস স্কুলের গেটে অভিভাবকদের জটলা চোখে পড়ে।

আফসার উদ্দিন নামের এক অভিভাবক বলেন, স্কুল শুরু হয়ে যাওয়ায় এখন যানজট লেগে থাকবে। ভোগান্তি সয়ে চলাচল করতে হবে।

খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদা আক্তার প্রথম আলোকে বলেন, পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছে। উপস্থিতি ভালো। স্কুলের ভেতর স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে।