স্কুলছাত্রী ধর্ষণে এএসআইসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রংপুরে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করতে যাচ্ছেন পিবিআইয়ের সদস্যরা। ছবিটি আজ মঙ্গলবার রংপুর আদালত চত্বর থেকে তোলা
প্রথম আলো

রংপুরের হারাগাছে সংঘবদ্ধভাবে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাময়িক বরখাস্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহেনুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন পিবিআই রংপুরের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন।  

অভিযোগপত্র জমা দেওয়ার পর এসপি এ বি এম জাকির হোসেন সাংবাদিকদের বলেন, রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৬৭ পৃষ্ঠার পৃথক দুটি প্রতিবেদন জমা দেওয়া হয়। সন্তানের জনক রাহেনুল হারাগাছ থানায় কর্মরত অবস্থায় অবিবাহিত পরিচয় দিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এর সূত্র ধরে গত বছরের ১৮ অক্টোবর ওই ছাত্রীকে ধর্ষণ করেন রাহেনুল। পরের দিন সুমাইয়া ও সুরভি আক্তার নামের দুজনের সহযোগিতায় আবুল কালাম আজাদ ও বাবুল হোসেন সংঘবদ্ধভাবে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই বছরের ২৬ অক্টোবর এই পাঁচজনকে আসামি করে মামলা হয়। পাঁচ আসামি বর্তমানে কারাগারে।

পিবিআইয়ের এসপি এ বি এম জাকির হোসেন আরও বলেন, রিমান্ডে এএসআই রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য দেন। আসামিদের দেওয়া তথ্য ও ডিএনএ পরীক্ষা শেষে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত পুলিশসহ আসামিদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পেয়েছে পিবিআই। অপরাধীদের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দিয়েছে তারা।