স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বরিশালের হিজলা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁর বাবা ও ভাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আসামির উপস্থিতিতে এই রায় দেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। মৃত্যুদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম মো. মনির হোসেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মনির হোসেন ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে তাঁর স্ত্রী মাকসুদা বেগমের পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়। এর জেরে ২০১৩ সালের ৬ জানুয়ারি হিজলা উপজেলার বাউশিয়া গ্রামের নিজ বাড়িতে মনির তাঁর স্ত্রী মাকসুদাকে কিল-ঘুষি মেরে হত্যা করেন। পরদিন নিহত মাকসুদার ভাই অলি উদ্দিন বাদী হয়ে মনির হোসেন, তাঁর বাবা শফি রাঢ়ী, মা রাশিদা বেগম ও ভাই নাসির রাঢ়ীকে আসামি করে হিজলা থানায় একটি হত্যা মামলা করেন।

একই বছরের ১৯ মে ৪ আসামিকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলার বিচার কার্যক্রম চলাবস্থায় আসামি রাশিদা বেগমের মৃত্যু হয়। পরে ট্রাইব্যুনালে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার বিষয়টি প্রমাণিত হওয়ায় মনির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে নির্দোষ প্রমাণিত হওয়ায় তাঁর বাবা ও ভাইকে বেকসুর খালাস দেওয়া হয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক বলেন, এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। এতে অপরাধ প্রবণতা কমবে।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।