স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ঝোলানোয় বাধা ও কর্মীকে পিটিয়ে জখম

পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম মামুনুর রশিদের নির্বাচনী কর্মী দুখু কুমারকে পিটিয়ে জখম করা হয়েছে
প্রথম আলো

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ঝোলাতে বাধা দেওয়া ও এক কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর রাতে ভবানীগঞ্জ হিন্দুপাড়ার গোডাউন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জখম হওয়া ওই কর্মীর নাম দুখু কুমার (৩০)। তিনি স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদের পোস্টার ঝোলাতে গিয়ে হামলার শিকার হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদের জগ প্রতীকের পোস্টার লাগাতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভবানীগঞ্জ হিন্দুপাড়ার গোডাউন মোড় এলাকায় যান দুখু কুমার। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল মালেক মণ্ডলের দেহরক্ষী হিসেবে পরিচিত ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাহিদ হোসেনসহ পাঁচ-সাতজন তাঁকে পোস্টার লাগাতে বাধা দেন। বাধা মানতে না চাইলে দুখুর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা দুখুকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন।

এ ঘটনায় রাতেই দুখুর ভাতিজা মিঠু বাদী হয়ে ছাত্রলীগ নেতা নাহিদ হোসেনসহ পাঁচ-সাতজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশিদ বলেন, তাঁর পোস্টার ঝোলাতে দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বাধা দিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাহিদ বলেন, তিনি এর সঙ্গে জড়িত নন। সব ঘটনায় কেন তাঁর নাম আসছে, তা তিনি বুঝতে পারছেন না।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন মুঠোফোনে বলেন, আহত দুখুর পক্ষে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ ও নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এ–সংক্রান্ত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।

আগামী ১৬ জানুয়ারি ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান মেয়র আবদুল মালেক মণ্ডল, বিএনপির আবদুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।