স্বাধীন বাংলাদেশকে দেখতে হলে বঙ্গবন্ধুকে দেখতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে
প্রথম আলো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বাঙালির মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। স্বাধীন বাংলাদেশকে দেখতে হলে বঙ্গবন্ধুকে দেখতে হবে। আর উন্নত বাংলাদেশকে দেখতে হলে শেখ হাসিনাকে দেখতে হবে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আমল ছাড়া অন্যরা যখনই ক্ষমতায় এসেছে, প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে।

আজ শনিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান হবে না। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিরা অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত করতে যা যা করার প্রয়োজন, তা করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষে একজন বীর মুক্তিযোদ্ধাও গৃহহীন থাকবেন না। স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ মো. শাহ আলম, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ ও সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।