স্বামী ঘটক, স্ত্রী সাজতেন পাত্রী

প্রতীকী ছবি

স্বামী সাজতেন ঘটক আর স্ত্রী বিয়ের পাত্রী। এমন ছদ্ম পরিচয়ে অসংখ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন তাঁরা। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গচ্চি নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে এমন এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ওকার উদ্দিন (৩৬) ও সেলিনা আক্তার (৩২)।
পুলিশ জানিয়েছে, রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব কোদালা এলাকার এক ভুক্তভোগীর করা মামলার সূত্র ধরে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ৩ লাখ ৪৬ হাজার ৭৩০ টাকা হাতিয়ে নেন ওই দম্পতি।

রাউজান-রাঙ্গুনিয়া পুলিশ সার্কেল সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বামী-স্ত্রীসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী দুজনই নিজেদের প্রতারণার কথা স্বীকার করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের প্রতারণার অভিনব কৌশলের কথা প্রকাশ করেন।

গ্রেপ্তারকৃত দম্পতি পুলিশকে জানান, পরিকল্পনা অনুযায়ী প্রথমে স্বামী ওকার উদ্দিন এক সহযোগীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বিচ্ছেদ হয়েছে বা স্ত্রী মারা গেছেন, এমন বিত্তশালী লোকের সন্ধান করতেন। তারপর কৌশলে তাঁদের সঙ্গে পরিচিত হয়ে সুন্দরী পাত্রীর খোঁজ দেওয়ার কথা বলতেন। এরপর ওই ব্যক্তিদের কাছে পছন্দ করা পাত্রীর পরিচয় দিয়ে কল করতেন ওকার উদ্দিনের স্ত্রী সেলিনা। দু-এক দিন কথা চালিয়ে যাওয়ার পর সেলিনা মুঠোফোন কেনা কিংবা চিকিৎসার কথা বলে টাকা হাতিয়ে নিতেন। এরপর অন্তরঙ্গ আলাপের রেকর্ড শুনিয়ে মোটা অঙ্কের টাকা চাইতেন।

অভিযানের নেতৃত্বে থাকা চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন বলেন, একটি মামলার সূত্র ধরে প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।