স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটানোর অভিযোগ

মারধর
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। আহত জহিরুল ইসলাম (৩৫) দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও উপজেলার বৈরাগীর বাজারের একজন ব্যবসায়ী। তাঁর অবস্থা গুরুতর।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দাগনভূঞা উপজেলার বৈরাগীর হাটে জহিরুলের ওপর এ হামলা হয়। এ সময় তাঁর দোকানেও হামলা-ভাঙচুর করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা। জহিরুল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা–কর্মী জহিরুলের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই-সেন্টারে অতর্কিত হামলা চালান। এ সময় তিনি সামনে এগিয়ে গেলে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। লাঠির আঘাতে জহিরুলের মাথা ফেটে গেছে। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলেন। পরে পুলিশ এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জহিরুলকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।

তবে জহিরুলের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে দাগনভূঞা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসান বলেন, বৈরাগীর হাটে তিনি যাননি। এ রকম কোনো ঘটনার কথাও তাঁর জানা নেই।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, এক যুবককে মারধর ও তাঁর দোকানে হামলার ঘটনাটি শোনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পায়। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।