সড়ক দুর্ঘটনায় আহত কটিয়াদী আ.লীগের সাধারণ সম্পাদকের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন (৬৬) মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, আবদুল ওয়াহাব গত বুধবার সন্ধ্যায় উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। সজীব মিয়া নামে তাঁর এক কর্মী মোটরসাইকেল চালাচ্ছিলেন।

চারিপাড়া এলাকা অতিক্রম করার সময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তাতে দুজনই গুরুতর আহত হন। প্রথমে তাঁদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়ে তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

দলীয় সূত্র জানায়, ছাত্রলীগের রাজনীতি দিয়ে আবদুল ওয়াহাবের রাজনৈতিক জীবন শুরু। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। দুই দফায় প্রায় ৩০ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আগের নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।