সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি হেতিমগঞ্জ মুল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মারা যাওয়া ওই শিশুর নাম সোহরাব হোসেন (১২)। সে উপজেলার ফুলবাড়ি মুল্লাগ্রামের মুজিবুর রহমানের ছেলে। সোহরাব হোসেন গোলাপগঞ্জের হেতিমগঞ্জ মস্কাপুরের ফয়জে জলিল হিফজুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় সোহরাব হোসেনকে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।