সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের চাপায় শিশু নিহত

বাড়ির কাছেই নান্দাইল-তাড়াইল সড়ক। প্রতিদিন ওই সড়ক পার হয়ে শিশু আফরোজা আক্তার (৯) মাদ্রাসায় আসা–যাওয়া করত। আজ রোববারও সে মাদ্রাসায় গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথে সড়কে ইজিবাইকের চাপায় সে নিহত হয়েছে। সকাল আটটার দিকে এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বদরিল্লা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আফরোজা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের আবুল ইসলামের মেয়ে। সে নান্দাইলে মামার বাড়িতে থাকত। আফরোজা পূর্বদরিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। করোনার কারণে বিদ্যালয় বন্ধ ছিল। সে প্রতিদিন সকালে বাইতুন নূর হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসায় পড়তে যেত।

পূর্বদরিল্লা বাজারের ব্যবসায়ী মো. শাহজাহান জানান, সহপাঠীদের সঙ্গে আফরোজা সড়ক পার হয়ে বাড়ি যাচ্ছিল। তখন দ্রুতগামী একটি ইজিবাইক আফরোজাকে চাপা দেয়। এতে সে সড়কেই অচেতন হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয়। নান্দাইল চৌরাস্তায় যাওয়ার পর তার মৃত্যু হয়। পরে তার লাশ মামার বাড়িতে আনা হয়। মেয়েটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই ঘটনার পর ইজিবাইক রেখে চালক পালিয়ে গেছেন। ইজিবাইকটি জব্দ করে রাখা হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের লোকজন এ ঘটনায় মামলা করতে রাজি হননি।